বৃথা যায় জীবন মাওলাজীর দরবারে চল মন
মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন ।
সৎ গুরু না মিলে যদি মানব জন্ম বৃথা হয়,
সংগ গুণে রংগ ধরে সাধু ফকির দরবেশ কয়,
সত্য গুরু মিলে যদি খুলে দিবে জ্ঞান নয়ন ।।
সমুদ্র পার হতে যেমন সুদক্ষ কাণ্ডারী চাই,
সৎ গুরু বিহনে ভব সাগর পারের আশা নাই,
সম্পদে বিপদে ভাব মাওলা ধনের দুই চরণ।
সেবা প্রকরণ যোগে তুষ্ট কর গুরুকে,
ইশারায় দেখায়ে দিবে মানবরূপী তুমিকে,
আঁধার ঘরে জ্বলবে আলো সুখে হবে কাল যাপন ।।
রমেশ বলে বৃথা এই ভবের মাঝে আসিলাম,
মাঝি ছাড়া নৌকার মত উজান ভাটি ভাসিলাম,
হেলায় খেলায় দিন হারালাম নিকটে এল শমন ।।
Marhaba marhaba
Mashallah