মাইজভান্ডারী কালামঅসার সংসার মাঝে অসার সংসার মাঝে সুখের কি আশা,সর্বত্র করগো মন প্রভুর ভরসা। ভবের পিরীতে মন, ডুবাইলি আসল ধন,সঙ্কট সময়েও মন হইবা নিরাশা। ভক্তিভাবে নিরঞ্জন, না ভজিলে কদাচন,জনম বিফল গেল করি দুরাশা। ভজ দাস হাদীর মন, গাউছ ধনের শ্রীচরণ,তাঁহার চরণে জান মুক্তির ভরসা। Amiry official10752024-04-172024-04-17আব্দুল হাদীঅসার সংসার মাঝে সুখের কি আশা,সর্বত্র করগো মন প্রভুর ভরসা।ভবের পিরীতে মন, ডুবাইলি আসল ধন,সঙ্কট সময়েও মন হইবা নিরাশা।ভক্তিভাবে নিরঞ্জন, না ভজিলে কদাচন,জনম বিফল গেল করি দুরাশা।ভজ দাস হাদীর মন, গাউছ ধনের শ্রীচরণ,তাঁহার চরণে জান মুক্তির ভরসা।লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী