লহ লহ প্রাণপতি

লহ লহ প্রাণপতি তীক্ষ্ণ খড়গ নিজ হাতে,বিচ্ছেদ জ্বালা সইতে নারি এলাম এবার প্রাণ ত্যাজিতে। যে তাপ দিয়াছ মনে অবলা সহিব কেনে,চরণে এনেছি শির মনের খেদে বলি দিতে ।। তীক্ষ্ণ খড়গ ধরি করে শত খণ্ড কর মোরে,খেলিব প্রেমের খেলা তব সঙ্গে হাশরেতে ।। কলিজা বিদরে মোর প্রেমের দোহাই তোর,খড়গ ধরে দাস বলি দাও তব চরণেতে ।। […]

লহ লহ প্রাণপতি তীক্ষ্ণ খড়গ নিজ হাতে,
বিচ্ছেদ জ্বালা সইতে নারি এলাম এবার প্রাণ ত্যাজিতে।

যে তাপ দিয়াছ মনে অবলা সহিব কেনে,
চরণে এনেছি শির মনের খেদে বলি দিতে ।।

তীক্ষ্ণ খড়গ ধরি করে শত খণ্ড কর মোরে,
খেলিব প্রেমের খেলা তব সঙ্গে হাশরেতে ।।

কলিজা বিদরে মোর প্রেমের দোহাই তোর,
খড়গ ধরে দাস বলি দাও তব চরণেতে ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

লহ লহ প্রাণপতি