মাইজভাণ্ডারী নূর নগরী

মাইজভাণ্ডারী নূর নগরী, বাবা মাওলা ধনপ্রেমাগুনে জ্বালাই মার সারাটি জীবন ॥ নাম ধরেছ রহমান দয়ার সীমা নাইখালি হাতে কেউ ফিরেনা তোমার কাছে যাইকেবল আমার বেলায় দয়াদানে কেন হও কৃপণ ৷৷ করেছিলাম প্রেম পিরিতি সুখ পাওয়ার আশেখুঁজে পাইনা সুখ আজি গেল কোন দেশেদুঃখে দুঃখে গেল আমার সারাটি জীবন ৷৷ তোর পিরীতির এত জ্বালা আগে জানিতামমন প্রাণ […]

মাইজভাণ্ডারী নূর নগরী, বাবা মাওলা ধন
প্রেমাগুনে জ্বালাই মার সারাটি জীবন ॥

নাম ধরেছ রহমান দয়ার সীমা নাই
খালি হাতে কেউ ফিরেনা তোমার কাছে যাই
কেবল আমার বেলায় দয়াদানে কেন হও কৃপণ ৷৷

করেছিলাম প্রেম পিরিতি সুখ পাওয়ার আশে
খুঁজে পাইনা সুখ আজি গেল কোন দেশে
দুঃখে দুঃখে গেল আমার সারাটি জীবন ৷৷

তোর পিরীতির এত জ্বালা আগে জানিতাম
মন প্রাণ চরণতলে সপে না দিতাম
না করিতাম ভালবাসা পিরিতি কখন ॥

তোমারে না ভজে যারা দেখি সর্বদায়
ধনে জনে সুখী রাখি নিতেছ ত্বরায়
তোমার আশেক যারা সর্বহারা রইল সর্বক্ষণ ॥

বুঝিতে না পারি মাওলা তোমার ছলনা
কারে হাসাও কারে কাঁদাও আজব বাহানা
(আবার) রাখ কারে মজনু হালে গহীন কানন ৷৷

হীন আমিন ধর্মপুরীর এই প্রার্থনা
পর্দা খুলি দাও হে দেখা বাবা মাওলানা
(তোমায়) দেখলে পরে যাবে দূরে সকল জ্বালাতন ॥

লেখক: আমিনুল হক ধর্মপুরী

মাইজভাণ্ডারী নূর নগরী