কি দোষ করেছি প্রিয়া

কি দোষ করেছি প্রিয়া, বল তব শ্রীচরণে।তাড়াইয়া দেও কেন, বারে বারে এই অধীনে ।। দোষী বা নির্দোষী হই, তুমি বিনে অন্যের নই ।তুমি বিনে নিলক্ষ্যের লক্ষ্য নাহি ত্রিভূবনে ।। কাতরতা প্রেমবাণে পড়িয়াছি শ্রীচরণে।আরোগ্য করিবে কেবা, তুমি বিনে হাদী হীনে ।। লেখক: আব্দুল হাদী কাঞ্চনপুরী

কি দোষ করেছি প্রিয়া, বল তব শ্রীচরণে।
তাড়াইয়া দেও কেন, বারে বারে এই অধীনে ।।

দোষী বা নির্দোষী হই, তুমি বিনে অন্যের নই ।
তুমি বিনে নিলক্ষ্যের লক্ষ্য নাহি ত্রিভূবনে ।।

কাতরতা প্রেমবাণে পড়িয়াছি শ্রীচরণে।
আরোগ্য করিবে কেবা, তুমি বিনে হাদী হীনে ।।

লেখক: আব্দুল হাদী কাঞ্চনপুরী

কি দোষ করেছি প্রিয়া