তোমার পাক নামে গাউছুল আজম

তোমার পাক নামে গাউছুল আজম- ছোলতান মওলানা।দিন দুনিয়ার খুবী আখের জমানা।। নামটি তোমার রহমান-সত্য তুমি মেহেরবান।গাইন, লাম, মিম লাগায়ে করছ ছলনা।। মিছরে মাশুক বলে আরবে আহমদ ছলে।চট্টল মাঝারে দেখি-খোদের কারখানা।। আরবে আজমে নয়-তুরকে ইরাণে নয় ।জাহান বেড়িয়া দেখি-তোমার নিশানা।। বুঝেছি বুঝেছি আমি আদমেতে আছ তুমি।চৌদ্দ ভুবনময় তুমি-কর ছলনা।। লেখক: আবদুল জব্বার

তোমার পাক নামে গাউছুল আজম- ছোলতান মওলানা।
দিন দুনিয়ার খুবী আখের জমানা।।

নামটি তোমার রহমান-সত্য তুমি মেহেরবান।
গাইন, লাম, মিম লাগায়ে করছ ছলনা।।

মিছরে মাশুক বলে আরবে আহমদ ছলে।
চট্টল মাঝারে দেখি-খোদের কারখানা।।

আরবে আজমে নয়-তুরকে ইরাণে নয় ।
জাহান বেড়িয়া দেখি-তোমার নিশানা।।

বুঝেছি বুঝেছি আমি আদমেতে আছ তুমি।
চৌদ্দ ভুবনময় তুমি-কর ছলনা।।

লেখক: আবদুল জব্বার

তোমার পাক নামে গাউছুল আজম