আজু নিধি প্রেম বাগানে

আজু নিধি প্রেম বাগানে গিয়াছিলাম কুতূহলেজাতী যুতি ফুল মালতী দিতে গুথি বন্ধের গলে। আনা সুতে গুতে মালা পরাইতাম বন্ধের গলাপ্রেমে মিশি দোহে খেলা খেতাম বসি প্রেম কুলে ।। হল মোর দুই শত্রুতা, ত্রাস আর চেতনতাছলে সালামেরে দিল বন্ধে দুনয়ন খুলে ।।

আজু নিধি প্রেম বাগানে গিয়াছিলাম কুতূহলে
জাতী যুতি ফুল মালতী দিতে গুথি বন্ধের গলে।

আনা সুতে গুতে মালা পরাইতাম বন্ধের গলা
প্রেমে মিশি দোহে খেলা খেতাম বসি প্রেম কুলে ।।

হল মোর দুই শত্রুতা, ত্রাস আর চেতনতা
ছলে সালামেরে দিল বন্ধে দুনয়ন খুলে ।।

লেখক : আবদুস সালাম ভূজপুরী

আজু নিধি প্রেম বাগানে