কান্দিসনা আর গাছতলায়

(আশেক) কান্দিসনা আর গাছতলায়গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউছে পাকের নজরে, ডাকাতের দলেতওবা করে চিরতরে আল্লাহ অলি হইয়ে যায় ।। গাউছে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতেগাউছে পাকের নজর পেয়ে, আবদাল হইয়ে ফিরে যায় ।। গাউছে পাকের কেরামতি বুঝা বড় অসীম মতিমুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় ।।

(আশেক) কান্দিসনা আর গাছতলায়
গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়।

গাউছে পাকের নজরে, ডাকাতের দলে
তওবা করে চিরতরে আল্লাহ অলি হইয়ে যায় ।।

গাউছে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে
গাউছে পাকের নজর পেয়ে, আবদাল হইয়ে ফিরে যায় ।।

গাউছে পাকের কেরামতি বুঝা বড় অসীম মতি
মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় ।।

কান্দিসনা আর গাছতলায়