গাউছধনের প্রেম সাগরে

গাউছধনের প্রেম সাগরে-ঈমান রত্ন ভেসে যায়।ধনী হতে সাধ থাকে যার-হঠাৎ করে নিতে আয়।। কলির পাপী তরাইতে-আসিল সে এ ভবেতে।ভক্তি করে নাম নিলে-দুকুল তরিয়া যায় ।। সে সকলের শিরোমণি-প্রেমাকাশে দিন মণি।ইমান জ্যোতে করে ধনী-যে মিশে সে নূরী পায়।। সাফল্য জীবন আর,সাফল্য নয়ন তার।তাঁন নূরী পদ যেবা-জীবনে দেখিতে পায় ।। মকবুল অধীন বলে-খোদার নূর আদম ছলে ।দেখিবারে […]

গাউছধনের প্রেম সাগরে-
ঈমান রত্ন ভেসে যায়।
ধনী হতে সাধ থাকে যার-
হঠাৎ করে নিতে আয়।।

কলির পাপী তরাইতে-
আসিল সে এ ভবেতে।
ভক্তি করে নাম নিলে-
দুকুল তরিয়া যায় ।।

সে সকলের শিরোমণি-
প্রেমাকাশে দিন মণি।
ইমান জ্যোতে করে ধনী-
যে মিশে সে নূরী পায়।।

সাফল্য জীবন আর,
সাফল্য নয়ন তার।
তাঁন নূরী পদ যেবা-
জীবনে দেখিতে পায় ।।

মকবুল অধীন বলে-
খোদার নূর আদম ছলে ।
দেখিবারে ইচ্ছা হলে-
মাইজভাণ্ডারে দেখি আয় ।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

গাউছধনের প্রেম সাগরে