সদা আল্লাহু আল্লাহু জপরে মন,
নয়ন জুড়াবে হেরে নূরের রৌশন।
মন আরফা নফছহু জিকির করি,
ফকত আরফা রব্বাহু কোরানে জারি,
হুজিকির করিয়া মিলে আপনে আপন ।।
অনলে অনিলে জ্বলে হু হু স্বরে,
পশু পাখি লতা গায় হু হু করে,
দমে দমে জারি রাখ আল্লাহু সাধন ।।
হুজুরি কলবে করে হু হু ধ্বনি,
হুঙ্কারে ঝঙ্কারে সদা বিশ্ব,
রমেশ হুঙ্কারে মিশায়ে ভাবি ভাণ্ডারীর চরণ।।