মন কবে তুই সাধু হবি

মন কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি,ভুইলা রইলি ভবের খেলায়, ডাক দিলে চলিয়া যাবি ॥ যুব-কাল যুবতীর সঙ্গে, কাল কাটাইলি মন রঙ্গে,বিষ বেদনা অঙ্গে, ভবে আর কয়দিন রবি ॥ গুরু ভজন না করিলে, ফল পাবি না নাম জপিলে,কার্য সিদ্ধি করতে হইলে, বাদ্য কইরা আগে লভি ॥ মিটল না তোর মনের আশা, শিখলিনা […]

মন কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি,
ভুইলা রইলি ভবের খেলায়, ডাক দিলে চলিয়া যাবি ॥

যুব-কাল যুবতীর সঙ্গে, কাল কাটাইলি মন রঙ্গে,
বিষ বেদনা অঙ্গে, ভবে আর কয়দিন রবি ॥

গুরু ভজন না করিলে, ফল পাবি না নাম জপিলে,
কার্য সিদ্ধি করতে হইলে, বাদ্য কইরা আগে লভি ॥

মিটল না তোর মনের আশা, শিখলিনা তুই ভালবাসা,
কার সনে খেলবি পাশা, কবে নামের গুণ গাবি ॥

আবদুল্লার তহবিল শূন্য, অঙ্গে নাইরে সাধু চিহ্ন,
ভাণ্ডার বাবার চরণ ভিন্ন, পূণ্য বল কোথায় পাবি ॥

লেখক: আব্দুল্লাহ্ বাঞ্ছারামপুরী

মন কবে তুই সাধু হবি