দর্শন দিয়ে কর প্রাণ দান

প্রাণের প্রাণরে দর্শন দিয়ে কর প্রাণ দান ।বিরহ তরঙ্গে পৈড়ে আমার হৈরে গেছে প্রাণ ॥ মুই বিরহানলে জ্বলি, তুমি কর হাসি খেলী ।মোর প্রাণ হৈরা তব মাহবুবী শান ॥ প্রাণ প্রিয়া গাওছ ধন, এবে শান্ত কর প্রাণ ৷মকবুলেরে প্রাণ দানে কর পরিত্রাণ ॥

প্রাণের প্রাণরে দর্শন দিয়ে কর প্রাণ দান ।
বিরহ তরঙ্গে পৈড়ে আমার হৈরে গেছে প্রাণ ॥

মুই বিরহানলে জ্বলি, তুমি কর হাসি খেলী ।
মোর প্রাণ হৈরা তব মাহবুবী শান ॥

প্রাণ প্রিয়া গাওছ ধন, এবে শান্ত কর প্রাণ ৷
মকবুলেরে প্রাণ দানে কর পরিত্রাণ ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


দর্শন দিয়ে কর প্রাণ দান