দুনিয়া সরকারী খামার

দুনিয়া সরকারী খামার, দুনিয়া সরকারী খামার,কত চাষা আবাদ করে এসে বারে বার।। আমার ঘর আমার বাড়ী, আমার পুত্র আমার নারী,আমার সকল চিৎকার ছাড়ি আমি হলেম কার।। বাড়ী আমার মওলা পুরে, যেতে হবে খামার ছেড়ে,জিরা কিনি হীরা দরে, কুবুদ্ধি আমার।। জনম মরণ বিয়ে খামারের গ্যারেন্টি আছে,তারপর স্বত্ত্ব উচ্ছেদ হবে করেছি স্বীকার।। রমেশ করে হায় হায়, আসল […]

দুনিয়া সরকারী খামার, দুনিয়া সরকারী খামার,
কত চাষা আবাদ করে এসে বারে বার।।

আমার ঘর আমার বাড়ী, আমার পুত্র আমার নারী,
আমার সকল চিৎকার ছাড়ি আমি হলেম কার।।

বাড়ী আমার মওলা পুরে, যেতে হবে খামার ছেড়ে,
জিরা কিনি হীরা দরে, কুবুদ্ধি আমার।।

জনম মরণ বিয়ে খামারের গ্যারেন্টি আছে,
তারপর স্বত্ত্ব উচ্ছেদ হবে করেছি স্বীকার।।

রমেশ করে হায় হায়, আসল বাড়ী লাটে যায়,
খাজনা আদায় করি নাই ত গিয়া মাইজভাণ্ডার ।।

লেখক : কবিয়াল রমেশ শীল

দুনিয়া সরকারী খামার