গাউছ ধন জগতের ছোলতান

গাউছ ধন জগতের ছোলতান।হযরত পীরাণে পীরের পদে পদ বান।। গাউছিয়ত কুতুবিয়ত দুইপদে সমুন্নত।গাউছুল আজম মাইজভাণ্ডারীর অতি উচ্চস্থান।। নবীজীর নায়েব তিনি অলিকুলের শিরোমণি।গাউছ ধনের বেলায়ত জমিন আসমান ।। নায়েব রছুল হয়ে মোজাদ্দেদী পদ পেয়ে।স্থাপিয়াছেন মাইজভাণ্ডারে তরীকা প্রধান ।। পবিত্র জীবন ভরি কর্তব্য পালন করি।প্রভুর নৈকট্য ধামে করিলেন প্রয়াণ ।। পাক জীবনের অবশেষে স্বর্গীয় কর্তব্য বশে।মওলাধনকে করেছিলেন […]

গাউছ ধন জগতের ছোলতান।
হযরত পীরাণে পীরের পদে পদ বান।।

গাউছিয়ত কুতুবিয়ত দুইপদে সমুন্নত।
গাউছুল আজম মাইজভাণ্ডারীর অতি উচ্চস্থান।।

নবীজীর নায়েব তিনি অলিকুলের শিরোমণি।
গাউছ ধনের বেলায়ত জমিন আসমান ।।

নায়েব রছুল হয়ে মোজাদ্দেদী পদ পেয়ে।
স্থাপিয়াছেন মাইজভাণ্ডারে তরীকা প্রধান ।।

পবিত্র জীবন ভরি কর্তব্য পালন করি।
প্রভুর নৈকট্য ধামে করিলেন প্রয়াণ ।।

পাক জীবনের অবশেষে স্বর্গীয় কর্তব্য বশে।
মওলাধনকে করেছিলেন খেলাফত দান ।।

পবিত্র জীবনীর মাঝে ঘটনার প্রমাণ আছে।
সাক্ষীতে আওলাদগণ আছেন বিদ্যমান ।।

তাহাতে মওলানা বাবা ত্রিজগতের কেবলাবাবা।
নিঃসন্দেহে হয়ে গেলেন আলমের ছোলতান ।।

মানব দানবগণ ভজে বাবার শ্রীচরণ।
জাতিবর্ণ নির্বিশেষে বলে বাবাজান।।

দুই মিলি হল এক নাই কিছু পরথেক ।
যে রাখে পার্থক্য ভাব সে বড় অজ্ঞান ।।

জগত জোড়া হুকুমত যে না করে শির নত।
রাজদ্রোহী অপরাধি পাক্কা নাফরমান।।

মওলার মুনকের হলে কে তারে দরবারী বলে ।
শুনিলে তাহার কথা হারাবে ঈমান।।

রাজদ্রোহী না হইও বেয়াদবী না করিও।
করিমে কয় সাবধান হওরে মুরিদান।।

লেখক: বজলুল করিম মন্দাকিনী

গাউছ ধন জগতের ছোলতান