কেমন করিয়ে চলে দেখ

কেমন করিয়ে চলে দেখ ঐ সুন্দর কামিনী।কর্ণ রাখি যেই দিকে শুনতে পাই পদধ্বনি ॥ এদিকে ঐদিকে হের, এখানে ঐখানে ফির।নানারঙ্গে যথা তথা, খেলিতেছে রূপসিনী ॥ ঘন ঘন আঁখি নেড়ে প্রেমিকের প্রাণ হৈরে।নেচে নেচে ঠমক করি, যায়রে ঐ চন্দ্রাননী ॥ যায় যে সে মধু হাসি, বাজাই মোহন বাঁশী।কেমনে রাখিব বল মকবুলে, পরাণখানি ॥

কেমন করিয়ে চলে দেখ ঐ সুন্দর কামিনী।
কর্ণ রাখি যেই দিকে শুনতে পাই পদধ্বনি ॥

এদিকে ঐদিকে হের, এখানে ঐখানে ফির।
নানারঙ্গে যথা তথা, খেলিতেছে রূপসিনী ॥

ঘন ঘন আঁখি নেড়ে প্রেমিকের প্রাণ হৈরে।
নেচে নেচে ঠমক করি, যায়রে ঐ চন্দ্রাননী ॥

যায় যে সে মধু হাসি, বাজাই মোহন বাঁশী।
কেমনে রাখিব বল মকবুলে, পরাণখানি ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

কেমন করিয়ে চলে দেখ