কেমনে ভুলিব তারে অহে সখীগণ ।
যাহার স্মরণ মোর জীবের জীবন ॥
সে যদি ভুলে আমারে, আমি ভুলিব না তাঁরে।
যারে না স্মরিলে মোর নিশ্চয় মরণ ॥
সে যদি কাটে আমারে, চুম্বিয়ে পা কাটা শীরে
বলিব শোকরানা পরে মিন্নতি বচন ॥
তব ভাবানলে জ্বৈলে, এ জীবন গেল চৈলে ।
এবে তোষ মকবুলেরে অহে গাওচ ধন ॥
লেখক: আব্দুল গণি কাঞ্চনপুরী