আমার মন সরলা যেমন

আমার মন সরলা যেমন, প্রিয়া যদি তেমনি হইত,তবে কেনে প্রাণ লুকায়ে বারে বারে কাঁদাইত। যবে মুই মিনতি করি, সে বন্ধুর চরণে পড়ি,তখন প্রিয়া কোলে তুলি মুখে মুখে আলিঙ্গিত। যখন প্রিয়া প্রিয়া করি, পর্বত কাননে ঢুরি,তখন প্রিয়া হস্তে ধরি বৃন্দাবনে ভ্ৰমাইত। যখন জ্বলি প্রেমানলে, ঝাম্প দি যমুনার জলে,তখন প্রিয়া শীঘ্র আসি হৃদ মাঝারে লাগাইত। কহে দাস […]

আমার মন সরলা যেমন, প্রিয়া যদি তেমনি হইত,
তবে কেনে প্রাণ লুকায়ে বারে বারে কাঁদাইত।

যবে মুই মিনতি করি, সে বন্ধুর চরণে পড়ি,
তখন প্রিয়া কোলে তুলি মুখে মুখে আলিঙ্গিত।

যখন প্রিয়া প্রিয়া করি, পর্বত কাননে ঢুরি,
তখন প্রিয়া হস্তে ধরি বৃন্দাবনে ভ্ৰমাইত।

যখন জ্বলি প্রেমানলে, ঝাম্প দি যমুনার জলে,
তখন প্রিয়া শীঘ্র আসি হৃদ মাঝারে লাগাইত।

কহে দাস হাদী হীনে, যখন আশা নাই জীবনে,
তখন প্রিয়া মায়া করি নিজ হাতে সরবত দিত।

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

আমার মন সরলা যেমন