মিছা দুনিয়ার পিরীতি চিরদিন তো রবে না।
পরকালের কথা মন কর কিছু ভাবনা ।
যখন যমদূত আসি, প্রাণ হরিবে কসি কসি ।
নাখুনে চিড়িয়া হিয়া দিবে তোরে সাম যাতনা ॥
আঁধার মণ্ডব ঘরে যখন সঁপিবে তোরে।
ভাই বন্ধু ঘরে যাবে ফিরি আরতো দেখবেনা ॥
হাশরের ময়দানেতে, আমল নামা দিয়া হাতে।
স্বর্গে কি নরকে যাবে তার তো নাইরে ঠিকানা ॥
মিছা ভবের মায়া ছাড়, কাল থাকিতে চেষ্টা কর।
সঙ্কট ত্বরাইতে হাদী, মুর্শিদ কর সঙ্গীজনা ॥