গাউছধনের মর্ম ভবে

গাউছধনের মর্ম ভবে সত্যমতে কেবা জানে ।শরিয়তে বন্দা দেখি, হাকিকতে খোদাজানে প্রভু, আর তান মর্ম, ভবেকি জানিবে বল ।প্রভু, মর্ম তিনি জানে, তানে ভবে কি কর্তাজানে।। সে আজলি সে আবদী সে এবতেদা, সে এন্তেহা।সে আওয়ালে, সে আখেরে সে জাহেরে সে বাতেনে ।। প্রেমের দুর্বিন লক্ষ্য হৃদয় দর্পণে হেরে ।গাউছ বেশ ধৈরে ভবে খেলিতেছে নিরঞ্জনে ।। […]

গাউছধনের মর্ম ভবে সত্যমতে কেবা জানে ।
শরিয়তে বন্দা দেখি, হাকিকতে খোদাজানে

প্রভু, আর তান মর্ম, ভবেকি জানিবে বল ।
প্রভু, মর্ম তিনি জানে, তানে ভবে কি কর্তাজানে।।

সে আজলি সে আবদী সে এবতেদা, সে এন্তেহা।
সে আওয়ালে, সে আখেরে সে জাহেরে সে বাতেনে ।।

প্রেমের দুর্বিন লক্ষ্য হৃদয় দর্পণে হেরে ।
গাউছ বেশ ধৈরে ভবে খেলিতেছে নিরঞ্জনে ।।

তানে ভাবে যেবা ভিন, পাবে না সে প্রভু চিন।
এই মতে ফরমাইতেছে কোরআনেতে নিরঞ্জন ।।

গাউছধন মাইজভাণ্ডারী দেখা দাও দয়া করি।
মকবুলেরে তোষ এবে মিশাইয়ে শ্রীচরণে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী (মকবুল)

error:

গাউছধনের মর্ম ভবে