তোরে পাইতাম ক্যামরা মাইত্যাম

তোরে পাইতাম ক্যামরা মাইত্যাম,আঁর কইলজ্যাখান গইত্তাম চাক ।আদর গরি, বানাই দিতাম তোরে সোনার চাঁনবুলাক। ফুল বাগানে ভোমর বইয়ে, প্রেমিকেরা কয়;জীবন গেলে মদার ফুলত, ভোমর বইত নয়।ছোড কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দিল দাগ ॥ দেশের মাইনসে কয় ভাবিয়া, পাড়ার লোকে কয়;পরাণ গেলেও সতী নারী স্বামী ভুইলত নয়।সতী নারী আছিল রাবেয়া বসরী নিশি রাইতে জ্বালায় চেরাগ […]

তোরে পাইতাম ক্যামরা মাইত্যাম,
আঁর কইলজ্যাখান গইত্তাম চাক ।
আদর গরি, বানাই দিতাম তোরে সোনার চাঁনবুলাক।

ফুল বাগানে ভোমর বইয়ে, প্রেমিকেরা কয়;
জীবন গেলে মদার ফুলত, ভোমর বইত নয়।
ছোড কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দিল দাগ ॥

দেশের মাইনসে কয় ভাবিয়া, পাড়ার লোকে কয়;
পরাণ গেলেও সতী নারী স্বামী ভুইলত নয়।
সতী নারী আছিল রাবেয়া বসরী নিশি রাইতে জ্বালায় চেরাগ ॥

গুরুর পদ ধরি হীন খাইরুজ্জামা কয়,
যেই নারী স্বামী ভক্ত সদায় সুখে রয়।
মুই অভাগী স্বামী হারা, বন্ধু বন্ধু বলি মারি ডাক ॥

লেখক : মাস্টার খাইরুজ্জামা

তোরে পাইতাম ক্যামরা মাইত্যাম