প্রেম জ্বালা আমার বুকে বন্ধু
কোথায় রইলে
আমি তোমার আশায় বইসা রইলাম গো
তুমি ফিরিয়া না আসিলে।
বন্ধু কোথায় রইলে।
মনে ছিলো বড় আশা
বন্ধুর পাবো ভালোবাসা
আমায় করলারে নৈরাশা
মনের আগুন দ্বিগুণ জ্বলে গো
আগুন নিভেনা পানি দিলে ।।
আমার মন যে তোমায় চাই,
বন্ধু রইলারে কোথায়
আমার দিন যে বইয়া যায়
তুমি সময় মতো না আসিলে গো
তবে আসবে কি যৌবন শুকায়লে ।।
এমন নিদয়ার সনে
প্রেম করিলাম কেমনে
এখন নাই তার মনে
এমন তোমার কঠিন হিয়া গো
আমি চাইনা তোমায় মরিলে ।।