চল চল চলরে যাই

চল চল চলরে যাই প্রেমের দরবারে।প্রেমের দরবারে মাওলার মাইজভাণ্ডারে। প্রেম দরবারে যারা যাবে,মুস্কিল আসান হবে,দুনিয়াতে সুখে রবে শান্তি আখেরে।। খোদার সঙ্গে বসতে চাও,আওলিয়ার দরবারে যাও,মছনবি খুলিয়ে চাও রূমি প্রচারে ।। এক জমানা ছোহবত,একশ বছর এবাদত,সমান হয়না করবে বসি বনের ভিতরে ।। হৃদ বেটারী তোর দেহেতে,শুচ আছে ভাণ্ডারীর হাতে,রমেশ বলে উঠবে জ্বলে টিপ দিলে পরে।।

চল চল চলরে যাই প্রেমের দরবারে।
প্রেমের দরবারে মাওলার মাইজভাণ্ডারে।

প্রেম দরবারে যারা যাবে,
মুস্কিল আসান হবে,
দুনিয়াতে সুখে রবে শান্তি আখেরে।।

খোদার সঙ্গে বসতে চাও,
আওলিয়ার দরবারে যাও,
মছনবি খুলিয়ে চাও রূমি প্রচারে ।।

এক জমানা ছোহবত,
একশ বছর এবাদত,
সমান হয়না করবে বসি বনের ভিতরে ।।

হৃদ বেটারী তোর দেহেতে,
শুচ আছে ভাণ্ডারীর হাতে,
রমেশ বলে উঠবে জ্বলে টিপ দিলে পরে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

চল চল চলরে যাই