কেনরে পাগলা মন

কেনরে পাগলা মন, ভ্রম কিশে চারি পাশে।যারি সন মন বাঁন্ধা, সে তোমারি দিলে বাসে ॥ দিলের নাম আর্শে খোদা, দিল্ তোমারি খানে কাবা।দিল থাকি নহে জুদা, দিলে পাবি তায় অন্বেষে ॥ নামাজ রোজা দিল তোর, দিল তোমারি হজ্আ‌কবর।দিল্ তোমারি খোদার ঘর, ধর তারে দিল্ তালাশে ॥ কুফ্‌র মোছলমানী দিল, দিলে হয় খোদার মিল।স্বর্গ কি নরক […]

কেনরে পাগলা মন, ভ্রম কিশে চারি পাশে।
যারি সন মন বাঁন্ধা, সে তোমারি দিলে বাসে ॥

দিলের নাম আর্শে খোদা, দিল্ তোমারি খানে কাবা।
দিল থাকি নহে জুদা, দিলে পাবি তায় অন্বেষে ॥

নামাজ রোজা দিল তোর, দিল তোমারি হজ্আ‌কবর।
দিল্ তোমারি খোদার ঘর, ধর তারে দিল্ তালাশে ॥

কুফ্‌র মোছলমানী দিল, দিলে হয় খোদার মিল।
স্বর্গ কি নরক দিল, সমস্তই দিলের বশে ॥

যেই দিল ভাল নয়, শয়তানের ডিম্ব হয়।
মক্‌বুল দিল ভাল হলে নিরাঞ্জনে ভালবাসে ॥

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী (মকবুল)

কেনরে পাগলা মন