নিদানের বন্ধু আমার

নিদানের বন্ধু আমার গাওচুল আজম মাইজভাণ্ডারী,গাওচুল আজম মাইজভাণ্ডারী গাওচুল আজম মাইজভাণ্ডারী তুমি হর্তা, তুমি কর্তা, তুমি পাতকী ত্রাতা,তুমি আমার মুক্তিদাতা ওরে দয়াল মাইজভাণ্ডারী ॥ শয়নে স্বপনে আমি, সদা ভাবি তুমি তুমিযা কর তা কর তুমি, থাকব নূরী কদম ধরি ॥ অন্ধকারে মায়ার কোলে, আমায় দিওনা ফেলে,আমি তোমার অবোধ ছেলে, ত্বরায়ে লও ত্বরা করি ॥ থাক […]

নিদানের বন্ধু আমার গাওচুল আজম মাইজভাণ্ডারী,
গাওচুল আজম মাইজভাণ্ডারী গাওচুল আজম মাইজভাণ্ডারী

তুমি হর্তা, তুমি কর্তা, তুমি পাতকী ত্রাতা,
তুমি আমার মুক্তিদাতা ওরে দয়াল মাইজভাণ্ডারী ॥

শয়নে স্বপনে আমি, সদা ভাবি তুমি তুমি
যা কর তা কর তুমি, থাকব নূরী কদম ধরি ॥

অন্ধকারে মায়ার কোলে, আমায় দিওনা ফেলে,
আমি তোমার অবোধ ছেলে, ত্বরায়ে লও ত্বরা করি ॥

থাক তুমি পর্দার আড়ে, ফিরাও মোরে দ্বারে দ্বারে
এরূপ করে রমেশেরে কাঁদাবে কি জন্ম ভরি ॥

লেখক: কবিয়াল রমেশ শীল

নিদানের বন্ধু আমার