সাবধানে পাগল মন খেলরে পাষান

সাবধানে পাগল মন, খেলরে পাষান।মওলাজির পাষান খেলা – হালকার ময়দান।। তাতে আছে হারজিত-খেলরে মন সচকিতজয় পাবে যিনি দিবে- প্রথমে পরান ।। রেখনা আর প্রাণের আশ-সঁপি দেও বঁধুর পাশ।গাউছ ধনের হাল্‌কা জান-কারবালা ময়দান ।। হাশরেতে স্বর্গীগণ, পাবে মওলার দরশনআশেক সবের হালকা-হাঁশর ময়দান।। আদ্য দিয়ে নিজ প্রাণ- হাদী কর কোরবানতবে সে প্রেমের জিত- মওলাজির ফরমান ।। লেখকঃ […]

সাবধানে পাগল মন, খেলরে পাষান।
মওলাজির পাষান খেলা – হালকার ময়দান।।

তাতে আছে হারজিত-খেলরে মন সচকিত
জয় পাবে যিনি দিবে- প্রথমে পরান ।।

রেখনা আর প্রাণের আশ-সঁপি দেও বঁধুর পাশ।
গাউছ ধনের হাল্‌কা জান-কারবালা ময়দান ।।

হাশরেতে স্বর্গীগণ, পাবে মওলার দরশন
আশেক সবের হালকা-হাঁশর ময়দান।।

আদ্য দিয়ে নিজ প্রাণ- হাদী কর কোরবান
তবে সে প্রেমের জিত- মওলাজির ফরমান ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

সাবধানে পাগল মন খেলরে পাষান