কৃপা দানে কর পরিত্রাণ

গাউছ ধন রে কৃপা দানে কর পরিত্রাণ।বিষম মদন জ্বালায় দহি গেল প্রাণ । অবলা সরলা প্রাণে, একি হ’ল প্ৰেম বানে।সহেনা সহেনা প্রাণে এত অপমান। একি প্রেমের ভালবাসা, রাখনা জীবনের আশা ।বসি দেখ রঙ তামাশা হাদীর হরে প্রাণ। রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

গাউছ ধন রে কৃপা দানে কর পরিত্রাণ।
বিষম মদন জ্বালায় দহি গেল প্রাণ ।

অবলা সরলা প্রাণে, একি হ’ল প্ৰেম বানে।
সহেনা সহেনা প্রাণে এত অপমান।

একি প্রেমের ভালবাসা, রাখনা জীবনের আশা ।
বসি দেখ রঙ তামাশা হাদীর হরে প্রাণ।

রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

কৃপা দানে কর পরিত্রাণ