মন কাননে বাজাই বাশিঁ আজু বাবা মওলানা
বাশিঁর সুরে পাগল করে ঘরে থাকতে দিল না
সেই বাশিঁতে আছে যাদু, যতই শুনি লাগে মধু
সেই বাশিঁর তুলনা ভবে, কারো সাথে মিলবে না ॥
বাজায় বাশিঁ আজু বাবা, সুর তুলে আল্লাহ্ আল্লাহ্
সেই বাশিঁকে হিংসা করলে, মওলার দিদার পাবি না ॥
বাশিঁ ওয়ালার মূল ঠিকানা, যেথায় আমার শাহে মদিনা
যার কদমে হাত রাখিলে, মিলবে সোনার মদিনা ॥
কান্দে নাজিম দিবানিশি শুনব কখন মোহন বাশিঁ
সেই আজব সুর শোনাও মোরে, আজু বাবা মওলানা ॥
লেখক: মোহাম্মদ নাজিম