নয়নে নয়নে রাখিব আমির ধন
তোরে পাইলে… নয়নে নয়নে রাখিব ॥
গলার মালা বানাই রাখিব আমির ধন
তোরে পাইলে… নয়নে নয়নে রাখিব ॥

কার কাছে যাইব আমার দুঃখ কে বুঝিব
মনের জ্বালা আর কারে বুঝাই আমির ধন
তোরে পাইলে… নয়নে নয়নে রাখিব ॥

বেলা গেলো সন্ধ্যা হইলো কালা সোনা না আসিল
কে আনিয়া দিবোরে শ্যাম কালাসোনা
তোরে পাইলে… নয়নে নয়নে রাখিব ॥

কানেতে কানফুল দিবো নাকেতে নাকফুল দিবো,
গলায় দিবো গজমতি হার ও আমির ধন
তোরে পাইলে… নয়নে নয়নে রাখিব ॥

যখন উঠে মনের জ্বালা বসে থাকি কদম তলা
কে আনিয়া দিবো রে শ্যাম আমির ধন
তোরে পাইলে… নয়নে নয়নে রাখিব ॥

গোপনে আসিবা তুমি কইলজাত বাজাই রাখবো আমি
অন্য কাউরে চাইতে না দিবো আমির ধন
তোরে পাইলে… নয়নে নয়নে রাখিব ॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


নয়নে নয়নে রাখিব