আয়ও আয়ও আয়ও রে – আমির ধনরে মোর আয়ও রে
কালা সোনারে মোর আয়ও-আয়ও আয়ওরে আয় আয়ও॥
হন্নত গেলে পাইওম রে – আমির ধনের দেখা রে
পরাণ ধন রে মোর আয়ও – আয়ও আয়ওরে আয় আয়ও ।।
যাইয়্যুম কার কাছে রে – কে করিবে মোরে দয়া রে
কালা সোনারে মোর আয়ও-আয়ও আয়ওরে আয় আয়ও॥
তুই আমিরের লাইগ্যা রে – দেশে দেশে আমি ঘুরি রে
আমির ধন রে মোর আয়ও-আয়ও আয়ওরে আয় আয়ও ।।
দেশে দেশে রাইখ্যেরে-চিকন ধানের গোলা রে
সুয়া মণি রে মোর খাইও-আর বিলাইও রে আয় আয়ও ।।