ও তোর মনের তালা খুলে দেবে গেলে ভাণ্ডারে
খোদার খোদায়ী দেখবি হৃদের মাঝারে ॥
মানুষ কবরে যাবে
এই দেহ মাটিতে খাবে
যার অন্তরে নুরের জ্যোতি
সে নাই মরে ॥
গাউসুল আজম মাইজভাণ্ডারী
দেখাই দেবে হাতে ধরি
আখেরাতে পরম সুখে
রইবি কবরে ॥
সওয়াল জওয়াব কবরেতে
কঠিন দিনে পুলসেরাতে
মাইজভাণ্ডারী জামিন হইয়া
দিবে পার করে ॥
গফুর হালীর মনে ভয়
লোকে মাইজভাণ্ডারী কয়
ঐ নামেরই দাম রাখিতে
কয়জনে পারে ॥