বাবা তোর ধরি দু’চরণ, বাবা তোর ধরি দু’চরণ,
গুণা করিয়াছি কর ক্ষমা বিতরণ।
ভুল ভ্রান্তি গুণা দিয়ে মানবিকে পয়দা কিয়ে,
গফুর গফ্ফার নাম, করেছ ধারণ।
আপনে মুস্কিল কোশা, ছাড়ায়ে দাও দুঃখ দশা,
তোমার করুণা বিনে, জীয়ন্তে মরণ ।
যদি অপরাধ মম, আকাশ-পাতাল সম,
তা’ হন্তে বৃহৎ তব, মার্জ্জনা করণ।
জাগ যজ্ঞ সেবাব্রত, তছবী তেলাওয়াত যত,
সব ছাড়িয়ে করছি তব শ্রীনাম স্মরণ ।
স্বর্গে কি নরকে যাই, তারি জন্য চিন্তা নাই,
করিমে তোমাকে পেলে, দু’কুল তরণ।