প্রেম মদে মত্ত হয়ে হেরিলাম গো প্রেম বাগানে ।
প্রেমনিধি শুয়ে আছে প্রেম ফুলের সিংহাসনে।
দীনমণির রূপ নিতে তারকা মণ্ডল সাথে,
নানা ছলে কৌতূহলে, শশী খেলে বন্ধুর সনে,
ভাণ্ডারে সে বৃন্দাবন, প্রেমনিধি গাউছ ধন,
আমিন ধন শশী হেন, কহে দাস হাদী হীনে।
প্রেম মদে মত্ত হয়ে
প্রেম মদে মত্ত হয়ে হেরিলাম গো প্রেম বাগানে ।প্রেমনিধি শুয়ে আছে প্রেম ফুলের সিংহাসনে।দীনমণির রূপ নিতে তারকা মণ্ডল সাথে,নানা ছলে কৌতূহলে, শশী খেলে বন্ধুর সনে,ভাণ্ডারে সে বৃন্দাবন, প্রেমনিধি গাউছ ধন,আমিন ধন শশী হেন, কহে দাস হাদী হীনে।