প্রতি বাদ্যে বাজেরে মন- লা এলাহা ইল্লাল্লাহ

প্রতি বাদ্যে বাজেরে মন-লা এলাহা ইল্লাল্লাহ ।মন কর্ণ ধৈরে শুন- লা এলাহা ইল্লাল্লাহ ।। আছমান জমিন মাঝে- গোপ্তে ব্যক্তে প্রতি কাজে ।অহরহ ডঙ্কা বাজে-লা এলাহা ইল্লাল্লাহ ।। সাধি বারে দুই কুল-দিল প্রভু তরিকুল ।সর্ব শাস্ত্র সৃষ্টি মূল- লা এলাহা ইল্লাল্লাহ ।। লাহুত সাগর বিন্দু – প্রকাশি নাছুত সিন্ধু ।আপে আপে স্মরে বন্ধু- লা এলাহা ইল্লাল্লাহ […]

প্রতি বাদ্যে বাজেরে মন-লা এলাহা ইল্লাল্লাহ ।
মন কর্ণ ধৈরে শুন- লা এলাহা ইল্লাল্লাহ ।।

আছমান জমিন মাঝে- গোপ্তে ব্যক্তে প্রতি কাজে ।
অহরহ ডঙ্কা বাজে-লা এলাহা ইল্লাল্লাহ ।।

সাধি বারে দুই কুল-দিল প্রভু তরিকুল ।
সর্ব শাস্ত্র সৃষ্টি মূল- লা এলাহা ইল্লাল্লাহ ।।

লাহুত সাগর বিন্দু – প্রকাশি নাছুত সিন্ধু ।
আপে আপে স্মরে বন্ধু- লা এলাহা ইল্লাল্লাহ ।।

আদম জাতি প্ৰভু ভেদি করি তারে প্রতিনিধি ।
দিল মোট মৰ্ম আদি-লা এলাহা ইল্লাল্লাহ ।।

প্রেম সাগরে দিয়া ক্ষেফা-সপ্ত মঞ্জিল ছয় লতিফা।
অহরহ করে জপা-লা এলাহা ইল্লাল্লাহ ।।

এই ভব প্রেম স্কুল-কাৰ্য যত পাঠ্যতুল।
পাঠ কর পাঠ্যমূল-লা এলাহা ইল্লাল্লাহ ।।

ভব স্কুলে জনে জনে—অহরহ সর্বস্থানে ।
পড়ে জাহেরে বাতেনে-লা এলাহা ইল্লাল্লাহ ।।

মকবুল অজ্ঞানে কহে-সার কলমা আদম হয়ে ।
পড় নিজ পরিচয়ে-লা এলাহা ইল্লাল্লাহ ।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী (মকবুল)

প্রতি বাদ্যে বাজেরে মন- লা এলাহা ইল্লাল্লাহ