ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত

ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত দেখবি আয়আজব শানে খেলে আমার বাবা মাওলানায় যে দেখেছে বাবার খেলা ঘুচে তার দুনিয়ার জ্বালামুর্দা কলব জিন্দা হয় তার নূরের তজল্লায় ।। নূরের বাঁশী নিয়ে করে, বাজায় তৌহিদের সুরে,এক পলকে ছায়ের করে, তামাম দুনিয়ায়।। এক নজরে হেরে যারে, দিলের পর্দা যায় তার ছিড়েএলমে লদুন জারি করে, চোখের ইসারায় ।। ক্ষণেক থাকে আছমানেতে, […]

ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত দেখবি আয়
আজব শানে খেলে আমার বাবা মাওলানায়

যে দেখেছে বাবার খেলা ঘুচে তার দুনিয়ার জ্বালা
মুর্দা কলব জিন্দা হয় তার নূরের তজল্লায় ।।

নূরের বাঁশী নিয়ে করে, বাজায় তৌহিদের সুরে,
এক পলকে ছায়ের করে, তামাম দুনিয়ায়।।

এক নজরে হেরে যারে, দিলের পর্দা যায় তার ছিড়ে
এলমে লদুন জারি করে, চোখের ইসারায় ।।

ক্ষণেক থাকে আছমানেতে, ক্ষণেক থাকে জমিনেতে,
হরদমেতে ছায়ের করে আলম আরোয়ায় ।।

রমেশ বলে মনাবেগে, ভাব দেখিয়ে মনে জাগে,
তের শত বৎসরের আগে ছিল মদিনায় ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত