পাকে গাউছে ভাণ্ডারী সুলতান মওলানা,
খালেক মালেক তুমি রহিম রব্বানা ।

মোর্শেদ কামেল তুমি ছাহেবে সরদার,
মাহবুবে মোহেব তুমি পাক পরোয়ার,
পাখি খাকি হয়ে কর নানান বাহানা ।।

তোমার কদম দাসের মুক্তির ভাণ্ডার,
রুহল আশেকীন আপে মালিক মোক্তার,
মাইজভাণ্ডার লা মোকামে তোমার ঠিকানা ।।

তোমার বিরহে প্রাণ হুহু করে,
আর জ্বালা দিওনা থেকে পরদার আড়ে,
রমেশ তোমায় না হেরি ঘরে থাকিতে পারিনা ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

পাকে গাওছে ভাণ্ডারী সুলতানে মওলানা