রূপের ঘোমটা মুখে দিয়ে

রূপের ঘোমটা মুখে দিয়ে নাচিল রুপসিনীনিজ রূপ রঙ্গে মজি সদা মত্ত কামিনী ॥ করি নানা রঙ্গে লীলা, নিজে নিজে করে খেলা ।নিজ সুখ হেরিবারে নিজে রূপ দর্পণী ॥ নিজ গুণ প্রচারয়ে,সর্ব্ব কর্ম নিজে কৈরে ।অন্য পরে নাম ধৈরে প্রকাশয়ে শুধরাণী ॥ গাওছধন মাইজভান্ডারী, তুমি হে প্রভুভাণ্ডারী ।মকবুলের বেশে আগে কৈল্যা নিজ বাখানী ॥ লেখক: আবদুল […]

রূপের ঘোমটা মুখে দিয়ে নাচিল রুপসিনী
নিজ রূপ রঙ্গে মজি সদা মত্ত কামিনী ॥

করি নানা রঙ্গে লীলা, নিজে নিজে করে খেলা ।
নিজ সুখ হেরিবারে নিজে রূপ দর্পণী ॥

নিজ গুণ প্রচারয়ে,সর্ব্ব কর্ম নিজে কৈরে ।
অন্য পরে নাম ধৈরে প্রকাশয়ে শুধরাণী ॥

গাওছধন মাইজভান্ডারী, তুমি হে প্রভুভাণ্ডারী ।
মকবুলের বেশে আগে কৈল্যা নিজ বাখানী ॥

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

রূপের ঘোমটা মুখে দিয়ে