সাধনে, কায়দা জানা চাই
বে কায়দায় করিলে সাধন মাওলা রাজী নাই ।
হাল্কা করা জিকির করা, তরিকতের নমাজ পড়া,
না জেনে ভজনের ধারা নাচের মুরাদ নাই ।।
প্রথমে অজু বানাবে, তারপর নিয়ত বাঁধিবে
আদবেতে দো জানু পাতিয়া বস ভাই ।
তারপর দরুদ শরীফ পড়, পীরের বর্জ্জক ধর,
আল্লাহু জিকির কর, তালেতে মিশাই ।।
ডানে লই বামে ছাড়িলে, এস্কে কলব ঝঙ্কারিলে,
নাচনা কর মজনু হালে শখ শোভা তার নাই ।।
হালকা করা শেষ হইলে, মুনাজাত মাগিয়া নিলে,
রমেশ কয় মনকেরের দলে থাকবে মুখ খিলাই ।।