কবে আসবে প্রান বন্ধু কালা

আমি আশায় আশায় বাদলাম বাসাতুই বন্ধুয়ার লাগিয়াকবে আসবে প্রান বন্ধু কালা তোমার লাগি জাত কুল হারায়লামতবু তোমায় নাহি পেলামসহিতে পারিনা আমি তোমার প্রমেরি জ্বালা ॥ স্বপ্নে আসি কি রুপ দেখায়লাআমারে পাগল বানায়লাসারা জীবন পাগল বেসে আমায় তুমি কাদায়লা ॥ আমি বন্ধুর প্রেমেরি মরাআমার মত আছে যারামঈনুদ্দিন কয় তাদের গলে কলঙ্কেরি মালা ॥ রচয়িতা: সৈয়দ মঈনুদ্দিন […]

আমি আশায় আশায় বাদলাম বাসা
তুই বন্ধুয়ার লাগিয়া
কবে আসবে প্রান বন্ধু কালা

তোমার লাগি জাত কুল হারায়লাম
তবু তোমায় নাহি পেলাম
সহিতে পারিনা আমি তোমার প্রমেরি জ্বালা ॥

স্বপ্নে আসি কি রুপ দেখায়লা
আমারে পাগল বানায়লা
সারা জীবন পাগল বেসে আমায় তুমি কাদায়লা ॥

আমি বন্ধুর প্রেমেরি মরা
আমার মত আছে যারা
মঈনুদ্দিন কয় তাদের গলে কলঙ্কেরি মালা ॥

রচয়িতা: সৈয়দ মঈনুদ্দিন আমিরী

কবে আসবে প্রান বন্ধু কালা