রাজী কি বে-রাজী খোদা , তাইতো আমি জানি না
দাসের ধর্ম , সেবা কর্ম , নামটি শুধু জপনা ॥
মাতক বা না মাতক স্বামী, আমার ডাকা ডাকব আমি
আমার ডাকা না ফুরাইলে, ডাকন আমি ছাড়ব না ॥
খোদা যদি বেচা যাইত, ধনী গণে কিনিয়া লইত
গরীব দুঃখী মরিয়া যাইত, নামটি তোমার লইত না ॥
কহে দাসে রহিমুল্লাহ, আমি সেবক তুমি আল্লাহ্
যাহা করি সব লিল্লা, নামটি তোমার রাব্বানা ॥