বল মন ফকির কারে কয়, বল মন ফকির কারে কয়,
কোন পন্থে চলিলে বল, খাঁটি ফকির হয় ॥
এমনি ফকির দেখছি কত, হাতে মালা ধ্যানে রত,
মনে সদা এই ভাবনা, কে কি তারে কয় ॥
কেহ পেয়ে খেলাফত, ফকিরি দেখায় কত,
পীরের কার্য্যে সন্দিহান, নানা কথা কয় ॥
পীরে যা করিতে বলে, শিষ্য হয়ে বাধা দিলে,
ফকিরির বৈঠকে তারে, আসতে কেবা কয় ॥
কেহ তো চল্লিশা ভরি, কবরেতে চিল্লা করি,
উঠিয়া হিসাব দেখে, কত টাকা হয় ॥
কেহ ছালা মালা গলে, তিন স্বরে ইল্লাল্লাহ বলে,
সবই পাজি দাগাবাজ, তারা ফকির নয় ॥
যার কাছে গেরগেটে বল গুরু গুরু শব্দ হল,
উহু আহা নেত্র নদী, প্ৰবাহিত হয় ॥
ফকিরির চিহ্ন বটে, গিয়াছে ফকিরির হাটে,
পাগলারে মান্য কর, সামান্য সে নয় ৷
মতলবের ফকিরি ছাড়ি, করিমের কথা ধরি,
মাইজভাণ্ডারে গেলে পাবে, তত্ত্ব পরিচয় ॥