আমার উপায় কি হবে বল
ফাঁকি দিয়ে প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল ।
ঘরের মানুষ বাহিরে এনে, মোরে ফেলাই কই গেল ।।
দুই জন ছিলাম এক ঘরে,
কোন গলিতে ঢুকলো বন্ধু আদম বাজারে,
নানা রকম পোশাক পরে, তারে চিনা দায় হইল ।।
তার পোশাক বহুতর,
কখনি খরিদ্দার আবার কখন সদাগর,
সব দোকানে বেচা কিনা রঙ্গের বাজার বসাইল ।।
তার ভঙ্গি বুঝা দায় ।
বেচা কিনা বন্ধ করি পোশাক ছাড়ি যায়,
লোভ দেখাইয়া মন বুঝাইয়া কত জনে কাঁদাইল ।।
তার এমন কু অভ্যাস,
আশা দিয়ে কত মানুষ ধনে মানে নাশ,
কারো দুকুলে মজাই পাগল বানাই ন’দুয়ারে ফিরাইল ।।
ভেবে রমেশ পাগলা কয়,
সাড়ে তিন হাত ছাড়ি একচুলও যাইতাম নয়,
আগে রূপ দেখাইয়া, পথ ভুলাইয়া যত ঘুরান ঘুরাইল ।।