আমায় নিয়ে চলরে সখি বন্ধু সেই দেশে

আমায় নিয়ে চলরে সখি বন্ধু সেই দেশে।তার জন্য মোর মন উদাসি ঘরে রব আমি কার আসে। বন্ধুর সত্য সুবচন, ডাকিলে দিবে দেখা বলেছে তখন,আমার ডাকতে ডাকতে গেল জীবন,দেখা দেয়না বন্ধু কি দোষে ।। বন্ধুর বিচ্ছেদ হুতাশন, সর্বাংগ জ্বলিয়া গেল কি করি এখন,আমার প্রেম জ্বালা হয়না নিবারণ,দক্ষিণয়ালী শীতল বাতাসে । বন্ধু পূর্ণ শুধাকর, প্রেম শুধা বরষিবে […]

আমায় নিয়ে চলরে সখি বন্ধু সেই দেশে।
তার জন্য মোর মন উদাসি ঘরে রব আমি কার আসে।

বন্ধুর সত্য সুবচন, ডাকিলে দিবে দেখা বলেছে তখন,
আমার ডাকতে ডাকতে গেল জীবন,
দেখা দেয়না বন্ধু কি দোষে ।।

বন্ধুর বিচ্ছেদ হুতাশন, সর্বাংগ জ্বলিয়া গেল কি করি এখন,
আমার প্রেম জ্বালা হয়না নিবারণ,
দক্ষিণয়ালী শীতল বাতাসে ।

বন্ধু পূর্ণ শুধাকর, প্রেম শুধা বরষিবে হৃদয় ভিতর,
তৃষিত চাতকের মত,
চেয়ে আছি বন্ধুর প্রেমা’সে।

বন্ধু পরদার আড়ালে, গোপনের গোপন বন্ধু রয়েছে ছলে,
রমেশ কয় বিশ্বাসে মিলে,
ধরা যাবে তারে নিশ্বাসে ॥

লেখক: কবিয়াল রমেশ শীল

আমায় নিয়ে চলরে সখি বন্ধু সেই দেশে