বাবাজী মাওলানার চরণ ভজ ওহে সাধুগণ।
আমরা সব তামাতুল্য পরশ অই মহাজন ॥
কাবা গিয়ে হাজিগণ সাধি লয়ে হজ্বধন।
আমরা সবে চল করি মাইজভান্ডারে আগমন ॥
কালা পাষাণ চুম্বিলে পাপ খন্ডন হয় বলে।
পাপ পুণ্যে পরিবর্তন হয় দেখি শ্রীচরণ ॥
রওজা দেখি প্রেমিকগণ জুড়ায়েন্ত দু’নয়ন।
চল মাইজভান্ডারে যাই নিরক্ষিতে নুরীতন ॥
অহে মকবুলের মন শীঘ্ৰে চল সে চরণ।
বাবাজী মাওলার প্রেমানলে সদা জ্বলে মন ॥