ভাণ্ডারে ভাণ্ডারী পাপীরও কাণ্ডারি
জগৎ তরাইতে আসিল রে
অপরূপ সাজ মোহন ও মুরতি
আরশের ধন জগতের অতিথি
কাটিয়া আঁধার নুরের জ্যোতি ধার
ভুবন প্রেম রসে ভাসিল রে ॥
আসেক আছে যারা কত সৌভাগ্যবান
বিনা যত্নে পাইল খোদায়ী সেই দান
পাইতে সেই ধন কত গুণীজন
জঙ্গলবাসী হইল রে ॥
গফুর হালী তোমার আর কিসের ভয়
পাপী তাপীর ঐ চরণে আশ্রয়
তোমার কি আসে যায় যার বাঁশি সে বাজায়
বুঝিয়া বেবুঝা হইলি রে ॥