আমার এ কি কুঞ্জবন, আমার এ কি কুঞ্জবন।
মম সুসৌরভ পুষ্প ভুবন মোহন ॥
যখন ফুটিল ফুল, বুলবুলে করিল রোল।
গুন্ গুন্ রবে অলি সবে করয়ে ভ্রমণ ॥
পূর্ণিমা বসন্ত ঋত্ তাতে কুকিলের গীত ।
দারুণ অলির গুগুনে বিচলিত মন ॥
তবে কালা বাজাই বাঁশী, মম গলে দিল ফাঁসি ।
বল অহে সখী দাসি বাঁচিব কেমন ॥
মকবুল অধিনে বলে, মাওলানার কদম তলে।
যৌবন জীবন সৈপে করহ মিলন ॥