আবদুল হাদী কাঞ্চনপুরী

অন্ধে কি বুঝিতে পারে প্রেমিকের যাতন,
পেঁচকে কি সহিতে পারে সূর্যের কিরণ। প্রেমিক বিনে প্রেমধন, কি ...
অসার সংসার মাঝে সুখের কি আশা,
সর্বত্র করগো মন প্রভুর ভরসা। ভবের পিরীতে মন, ডুবাইলি আসল ...
আব-বাতাও পেয়ারে মুঝকো মাই চলা মুলকে আদম
ফির ছেতাওগে তু কিছকো দেখে হিজরত দম বদম ।। ...
আমার প্রাণ ভোমরা আয় গো হৃদ বাগানে আয়।
প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায় । যতনে ...
আমার প্রাণ হরে যায় আমার দিল হরে যায়।
মাইজভাণ্ডারী গুণ মণি মোহন বাঁশীর রায়। ভাণ্ডারী ফুলবাগে ...
আমার মন চোরা যায় গো মন নিয়ে যায় ।
এমন নিঠুর কালা ফিরিয়া না চায় ।। ...
আমার মন সরলা যেমন, প্রিয়া যদি তেমনি হইত,
তবে কেনে প্রাণ লুকায়ে বারে বারে কাঁদাইত। যবে ...
আমার মরণ কালে স্মরণ কর প্রাণ হরিল দূত শমনে, দর্শন দানে কৃপা কর প্রাণ দিবনা ...
আমি কি পাব তাঁহারে আমি কি পাব তাঁহারে।
সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে। যাঁর প্রেমের কলঙ্ক ...
আয় দিলবরে দিলদার পেয়ারে গাউছে মাইজভাণ্ডার
মালেকে মলকুত পেয়ারে গাউছে মাইজভাণ্ডার ॥ নূরে রূহী ছিররে ওয়াহাদত ...
আয় দিলবরে মাহেলকা মেরে তরফ কো দেখনা
বাহরে হাবিবে কিবরিয়া মেরে তরফ কো দেখনা ।। আয় ...
আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী
কুঞ্জবনে পুষ্পাসনে নাচিল কামিনী । কপালে তিলক ফোটা সীতি ...
ইয়া আরহামর রাহিমিন মুজে পার কর তেরি রহমতছে,
গাউছুল আজম জানে জান মুঝেহ সাদ কর তেরি ...
ইয়া গাউছে মাইজভাণ্ডারী মুঝেহ শর্বত পিলা দো
তিষ্ণেগিয়ে দিলকো মেরে আজ ভুজা দো ॥ পরওয়ানাছা হাজির ...
ঈমান অমূল্য ধন করিও যতন, ঠক মৌলভীর কথা না মান কখন। শুন ভাইরে গুণীগণ, ঠক ...
error:
amiry official writer

আবদুল হাদী কাঞ্চনপুরী

মাওলানা সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী ১৮৭০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তার মোট গানের সংখ্যা ৯৪ টি (রত্নসাগর বই মোতাবেক)। তিনি ১৯০৫ সালের ২০ আগস্ট মাত্র ৩৫ বছর বয়সে ওফাত হন।

প্রকাশিত গানের সংখ্যা ৯৩ টি

শেয়ার করুন

আবদুল হাদী কাঞ্চনপুরী