আমার হাউসের কুঞ্জবন , আমার রসের বৃন্দাবন
কে দিল জ্বালাইয়া বলো কার নিঠুর মন ।।
গাঁথিয়ে বেল ফুলের মালা , পরাইতাম বন্ধুর গলা ,
প্রেমানন্দে লিয়ে কান্ধে করাইতাম ভ্রমণ ।।
সোহাগ মনে সিংহাসনে , নাচ করিতাম বন্ধুর সনে
প্রেমঠারে মিলাইতাম নয়নে নয়ন ।।
প্রিয়ার মুখ পূর্ণ শশী , অমৃত মধুর হাসি ,
দেখি হইতাম স্বর্গবাসী দাস হাদীর মন ।।