বল বল প্রাণনাথ ছল কেন দেখা দিতে,
পেয়েছ কি ত্রুটি মোর মন প্রাণ সঁপি দিতে।
ভেবে দেখ মনে মনে, দুপুর বেলা প্রেম বাগানে,
আঁখির ঠারে মন হরিছ মদন মোহন হার গাঁথিতে।
মূর্ছিত হইলেম বালা, ছিন্ন হইল পুষ্প মালা,
যৌবন ধন লুটিয়ে নিলা হৃদে বসি আচম্বিতে।
কস্তুরি সৌরভ তোর, অঙ্গেতে পাইয়া মোর,
পথে চুরিয়া তোরে না পাইলেম বাগানেতে।
হিতে হৈল বিপরীত, এই বুঝি প্রেমরীত,
দাস হাদীর যৌবন লুটিয়ে, ছল কেন দেখা দিতে।