প্রাণে ধৈর্য আমার মানে না

প্রাণে ধৈর্য আমার মানে না, দিলে ধৈর্য আমার মানে নাকি গৈল্লো কি গৈল্লো আমার শ্যাম কালাসোনাউদাসী বানাইয়া গেলো ঘরে থাকতে মোরে দিলো না ॥ জাতির কুলে নারী আছিলামকালাসোনার প্রেমে পড়ি আমি জাত-কুল হারাইলামস্বপ্নে পড়ি দিলা দেখা, মন গৈল্লা আমার দিওয়ানা ॥ তুই আমির ধন আসবি বলে দরজা রাখলাম খুলেআমি অধম বসে রয়লাম পথেরো পানেরাত্র গেলো […]

প্রাণে ধৈর্য আমার মানে না, দিলে ধৈর্য আমার মানে না
কি গৈল্লো কি গৈল্লো আমার শ্যাম কালাসোনা
উদাসী বানাইয়া গেলো ঘরে থাকতে মোরে দিলো না ॥

জাতির কুলে নারী আছিলাম
কালাসোনার প্রেমে পড়ি আমি জাত-কুল হারাইলাম
স্বপ্নে পড়ি দিলা দেখা, মন গৈল্লা আমার দিওয়ানা ॥

তুই আমির ধন আসবি বলে দরজা রাখলাম খুলে
আমি অধম বসে রয়লাম পথেরো পানে
রাত্র গেলো দিন গেলো কালাসোনা আমার আইলো না ॥

হেমন্ত বসন্তের কালে কোকিলায় কুহু স্বরে
আমি নারী ফান্দে পড়ি রইলাম একলা ঘরে
ফুলের মধু ফুলে রইল ভোমরা আসি মধু খাইলো না ॥

প্রাণে ধৈর্য আমার মানে না