মাইজভাণ্ডারে উঠেছে তৌহিদের নিশানা

মাইজভাণ্ডারে উঠেছে তৌহিদের নিশানা।ঘুমাইওনা মায়া ঘুমে আখেরি জমানা।। খেদমতে হলে দাখিল এলমে লদুন হবে হাছিলদোস্ত দোষমন সমান হবে কিসের ভাবনা ।। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে,নিজের রূপ দেখিয়ে হবে নিজে দিওয়ানা ।। আছে মাইজভাণ্ডারীর দোয়া, কি সাধ্য আজরাইলের ছোঁয়া,রমেশ বলে লা পরোয়া, আছেন মাওলানা।। রচয়িতাঃ কবিয়াল রমেশ শীল

মাইজভাণ্ডারে উঠেছে তৌহিদের নিশানা।
ঘুমাইওনা মায়া ঘুমে আখেরি জমানা।।

খেদমতে হলে দাখিল এলমে লদুন হবে হাছিল
দোস্ত দোষমন সমান হবে কিসের ভাবনা ।।

কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে,
নিজের রূপ দেখিয়ে হবে নিজে দিওয়ানা ।।

আছে মাইজভাণ্ডারীর দোয়া, কি সাধ্য আজরাইলের ছোঁয়া,
রমেশ বলে লা পরোয়া, আছেন মাওলানা।।

রচয়িতাঃ কবিয়াল রমেশ শীল

মাইজভাণ্ডারে উঠেছে তৌহিদের নিশানা